ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সোমবার শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৫ এপ্রিল ২১ ১৪:৫৯:২৮
সোমবার শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

ডুয়া ডেস্ক : আজ সোমবার (২১ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

সবচেয়ে বেশি দর বৃদ্ধি হয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারে। ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বেড়েছে, যা শতাংশ হিসেবে ৯ দশমিক ৮৭ শতাংশ। এ কারণে কোম্পানিটি আজকের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। এর শেয়ারের দর ২১ টাকা ৬০ পয়সা বেড়েছে, যা ৮ দশমিক ৭১ শতাংশ হারে বৃদ্ধি।

তৃতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বেড়েছে, দর বৃদ্ধির হার ৭ দশমিক ৫৬ শতাংশ।

এছাড়াও আজকের দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে: কাশেম ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৫৩ শতাংশ, ইফাদ অটোসের ৬ দশমিক ২২ শতাংশ, রানার অটোমোবাইলসের ৫ শতাংশ, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ দশমিক ৪৪ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৩০ শতাংশ, সেনা ইন্সুরেন্সের ৪ দশমিক ২৯ শতাংশ এবং ঢাকা ইলেট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ২৯ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে