ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নিষিদ্ধ ছাত্রলীগ ও আ. লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২০২৫ এপ্রিল ২১ ১৪:৫৪:৪৯
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ. লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

ডুয়া ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগের (নিষিদ্ধ) বংশাল থানা ৩৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাপ্পি (৩০), আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মো. মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫), ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫), কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবির হোসেন (৪৮), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) ও ছাত্রলীগ কর্মী মুহতাসিন ফুয়াদ (পিয়াল) রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং রাজধানীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে