ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শুধু রেলকর্মী নয়, এবার রেলওয়ের ১০টি হাসপাতাল সবার জন্য

২০২৫ এপ্রিল ২১ ১৪:৪১:১৯
শুধু রেলকর্মী নয়, এবার রেলওয়ের ১০টি হাসপাতাল সবার জন্য

ডুয়া ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের ১০টি হাসপাতালে এতদিন শুধুমাত্র রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসা নিয়েছেন। তবে এবার এই হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। অর্থাৎ সাধারণ জনগণও এসব হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন।

এ লক্ষে এই হাসপাতালগুলো যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে এই সমঝোতা স্মারক সই হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অডিটোরিয়ামে নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম মন্তব্য করেন, দেশে চিকিৎসকের ঘাটতি অত্যন্ত প্রকট।

তবে তারা আশা করছেন, বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।

রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আজ সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে