ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার রোল মডেল: জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব

২০২৪ ডিসেম্বর ২৪ ১৭:৫৮:৩৬
বাংলাদেশ অসাম্প্রদায়িকতার রোল মডেল: জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ অসাম্প্রদায়িকতার ‘রোল মডেল' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ২:৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ত ধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং কালচারাল রিসার্চ সেন্টারের যৌথ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘ধর্মীয় সম্প্রীতি: প্রেক্ষিত বাংলাদেশ' শেষ হোক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যুগে যুগে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ধর্মের যে মূল তত্ত্ব সেখান থেকে আমরা সরে এসেছি শুধুমাত্র রাজনৈতিক কারণে। এখনো পর্যন্ত একটা পরাজিত শক্তি নিজেরাই চেষ্টা করছে রাতের বেলায় দুটো মন্দিরে হামলা করতে, দুটো হিন্দুর বাড়িতে হামলা করতে এবং ধরা পড়েছে। আমাদের হাতেনাতে যেগুলো ধরা পড়েছে আমরা দেখেছি রাজনৈতিক শক্তিগুলো বিভ্রান্তি ছড়িয়ে এদেশে বাংলাদেশের মতো একটি ‘অসাম্প্রদায়িকতার রোল মডেল' দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

প্রামাণিক বলেন, বাংলা এমন একটা ভূমি যে পাহাড়েও পাথরের চিহ্ন নাই, সবুজের সোনার পাহাড়। সেই ভূমিকে আজ আমরা বলি দিচ্ছি শুধুমাত্র রাজনৈতিক কারণে, ভেদাভেদের কারণে। আমরা এগুলোর অবসান চাই, আমরা সম্প্রীতি চাই। আমরা চাই, ধর্ম নিয়ে যেন কোনো ভেদাভেদ না থাকে, মানুষের মধ্যে যেন কোন দ্বন্দ্ব না থাকে।

তিনি আরো বলেন, এই সংসার সমাধান আমাদের রাজনৈতিক নেতারাও চান না। ১৯০৫ সালে মুসলিম লীগ হয়েই বলেছিল, আলাদা নির্বাচন যদি করা যায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে রাজনৈতিক সংঘাত আর হয় না। হিন্দু,মুসলিম,খ্রিস্টানরা সবাই মিলেই ঐক্যজোট হয়ে বলেছিলাম, হ্যাঁ ঠিক আছে। ১৯৪৭ সাল পর্যন্ত একটা ভালো অবস্থান ছিল। পরবর্তীতে ১৯৫৪ সাল পর্যন্ত সেই একই ধারা অব্যাহত থাকার পরও রাজনৈতিক নেতারা সংখ্যালঘুদের কীভাবে রাজনৈতিক ফুটবল হিসেবে ব্যবহার করা যায় সেই কাজে ব্যবহার করেছে। এখনো তাই করছে।

মহাসচিব বলেন, আমরা চাই রাজনৈতিকভাবে যদি হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান,আদিবাসী সহ সমস্ত সম্প্রদায় প্রতিনিধিত্ব করে তাদের কথা তাদের পার্লামেন্টে বলুক। কিন্তু হয়ে গেছে তাদের অভিভাবকও চান না। তাদের কোন প্রতিনিধি তো দরকার নেই,আমরাই তো বলে দিচ্ছি- এই যে আমরাই বলে দিচ্ছি এই কারণেই তাদেরকে অবদমিত করার কারণেই বারবার দুষ্টচক্রগুলো এই সুবিধাগুলো নিচ্ছে। আমরা মনে করি এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে