ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রথমবার একসঙ্গে আ.লীগের সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভুরিভোজ

২০২৫ এপ্রিল ২১ ১৪:১০:১০
প্রথমবার একসঙ্গে আ.লীগের সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভুরিভোজ

ডুয়া ডেস্ক: গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে অবস্থান করলেও রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার যুক্তরাজ্যের লন্ডনে একটি বিয়ের অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে আওয়ামী লীগের চার সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে।

রোববার (স্থানীয় সময়) লন্ডনের ওটু এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠান। এ আয়োজনে একত্রিত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

২০২৩ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর এই প্রথমবার একসঙ্গে জনসম্মুখে দেখা গেল এসব সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীকে। এর আগে গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে আবদুর রহমান ও শফিকুর রহমান চৌধুরী একসঙ্গে দেখা গেলেও একসঙ্গে ভোজসভায় অংশ নেওয়ার ঘটনা এই প্রথম।

সাবেক মন্ত্রীদের এমন উপস্থিতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রবাসী আওয়ামী নেতাকর্মীদের মধ্যে। যুক্তরাজ্য যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, “দেশে হাজারো নেতাকর্মী যখন মামলার মুখে পালিয়ে বেড়াচ্ছেন, তখন যারা পালিয়ে এসেছেন তারা কীভাবে এমন আয়োজনে অংশ নেন—তা লজ্জার।”

এদিকে দলটির অনেক শীর্ষ নেতা বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। সেখানে থেকেই তারা বাংলাদেশে থাকা নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন এবং দল পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মিছিল ও কর্মসূচিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে