ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক

২০২৫ এপ্রিল ২১ ১৩:৫৯:১০
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক

ডুয়া ডেস্ক: প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় প্রকৃত দোষীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। যদি আরও কেউ বাকি থাকে তাদেরও আইনের আওতায় আনতে হবে।"

তিনি আরও হুঁশিয়ারি দেন, "যদি কোথাও থেকে প্রশাসনের কাজে বাধা দেওয়া হয় তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে।"

উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংঘটিত এক হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেছেন, নিহত পারভেজ ছিলেন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।

এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে