ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সেপ্টেম্বরের মধ্যে আসছে বিশেষ বিসিএস

২০২৫ এপ্রিল ২১ ১৩:৩৩:৫৪
সেপ্টেম্বরের মধ্যে আসছে বিশেষ বিসিএস

ডুয়া ডেস্ক: দেশে বর্তমানে অন্তত ৮ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি বিশেষ বিসিএস আয়োজন করতে যাচ্ছে, যার মাধ্যমে প্রায় ২ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২১ এপ্রিল) সকালে রেলওয়ে অধীনস্থ ১০টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।

এই সমঝোতা অনুযায়ী রেলের দশটি হাসপাতাল এখন থেকে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। এসব হাসপাতাল শুধু রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও সেবা প্রদান করবে।

হাসপাতালগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না পেলে রেলপথ মন্ত্রণালয় পিএসসির মাধ্যমে নিজস্ব উদ্যোগে জনবল নিয়োগের ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।

চিকিৎসক সংকট প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, "আমরা আশাবাদী, আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।"

এর আগে, ১৩ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এ সীমা দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই উদ্যোগগুলো স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের সহজতর সেবা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে