ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইস্তাম্বুলে প্রথম ‘বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স’

‘জুলাই বিপ্লবের চেতনায় নির্মিত হবে ভবিষ্যতের বাংলাদেশ’

২০২৫ এপ্রিল ২১ ১২:৪৯:৩৯
‘জুলাই বিপ্লবের চেতনায় নির্মিত হবে ভবিষ্যতের বাংলাদেশ’

ডুয়া ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক ‘বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স’। দুই দিনব্যাপী এই সম্মেলনে বক্তারা বলেছেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা থেকেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।”

তারা বলেন, বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ বিপ্লবগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ ও দীর্ঘমেয়াদি প্রচেষ্টা।

তুরস্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (CPSR) এর আয়োজনে ইস্তাম্বুল তিজারাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—“জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ ২.০ বিনির্মাণ”।

সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাবেক উপদেষ্টা ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইয়াসিন আকতাই, ‘দৈনিক আমার দেশ’-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক ড. কবির হাসান।

অধ্যাপক আকতাই বলেন, “নতুন বাংলাদেশের অভিযাত্রায় তুরস্ক বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে পাশে থাকবে।” ড. মাহমুদুর রহমান মন্তব্য করেন, “জুলাই বিপ্লব ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির প্রয়াস, যা আগামীর বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি হয়ে থাকবে।”

বাংলাদেশের আঙ্কারাস্থ রাষ্ট্রদূত এম. আমানুল হক বলেন, “জুলাই বিপ্লবের পর তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে, বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতায়।”

আয়োজক প্রতিষ্ঠান CPSR-এর সভাপতি ড. হাফিজুর রহমান বলেন, “এই সম্মেলন শুধুমাত্র একটি আলোচনা নয়, এটি বাংলাদেশ ২.০ নির্মাণের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠবে।”

সম্মেলনে বক্তব্য দেন আরও অনেকে, এদের মধ্যে ছিলেন—তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন, সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেত কাপলান, ইস্তাম্বুল তিজারাত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নেজিপ সিমশেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহাসান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহীনুল আলম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, ইউএস কাউন্সিল ফর মুসলিম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ওসামা জামাল, গবেষণা প্রতিষ্ঠান ইসামের প্রধান অধ্যাপক ড. হোসেইন হুসনী কয়অলু এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওসমান আকগুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন CPSR-এর নির্বাহী পরিচালক ড. আ. স. ম. মাহমুদুল হাসান ও গবেষক মাকামে মাহমুদ।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গবেষকরা উপস্থাপন করেন মোট ১২৫টি গবেষণাপত্র, যা ২৬টি প্যানেলে ভাগ করে উপস্থাপন করা হয়। গবেষণাগুলোর মূল বিষয়বস্তু ছিল—জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ ২.০ গঠনে প্রয়োজনীয় নীতি, সংবিধান, সংস্কার, রাষ্ট্রগঠন প্রক্রিয়া এবং বিভিন্ন খাতভিত্তিক সমস্যা ও সমাধান।

সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, “এই সম্মেলন শুধুমাত্র একাডেমিক আয়োজন নয় বরং এটি একটি ঐতিহাসিক সূচনা—নতুন বাংলাদেশ নির্মাণের পথে প্রথম পদক্ষেপ।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে