ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দেশে নতুন ৩ স্তরে কমছে ইন্টারনেটের খরচ

২০২৫ এপ্রিল ২১ ১০:৩৫:২৬
দেশে নতুন ৩ স্তরে কমছে ইন্টারনেটের খরচ

ডুয়া ডেস্ক: দেশে ইন্টারনেটের খরচ কমাতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। আইটিসি (আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল), আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) এবং এনটিটিএন (ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক) — এই তিনটি স্তরে ইন্টারনেটের পাইকারি দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ. তাইয়েব আহমেদ। তার পোস্টটি প্রেস সচিব শফিকুল আলমও শেয়ার করেছেন।

ফাইজ় আহমেদ জানান, ফাইবার অ্যান্ড হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে— আইটিসি ও আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ পর্যন্ত দাম কমানো হচ্ছে। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হবেন।

এর আগে আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো ঘোষণা দেয়, ৫০০ টাকায় ১০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট সেবা দেবে, যেখানে আগে একই দামে গ্রাহকরা পেতেন ৫ এমবিপিএস স্পিড।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে ইতোমধ্যে আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ— মোট ২০ শতাংশ মূল্য হ্রাস করেছে।

সরকার বলছে, ইন্টারনেট সেবার বিভিন্ন স্তরে দাম কমানোর এই উদ্যোগের ফলে মোবাইল অপারেটরদেরও তাদের ইন্টারনেট প্যাকেজের মূল্য যৌক্তিকভাবে হ্রাস করা উচিত।

সরকার আশা করছে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক অচিরেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে।

ফাইজ় আহমেদ বলেন, মোবাইল কোম্পানিগুলোর কাছে সরকার দুটি বিষয়ে মূল্য ছাড় প্রত্যাশা করছে—

১. মার্চে এসআরও সমন্বয়ের কারণে মোবাইল অপারেটররা যে দাম বাড়িয়েছিল তা প্রত্যাহার করতে হবে।

২. আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে যেভাবে পাইকারি মূল্য কমেছে, তার অনুপাতে গ্রাহক পর্যায়েও মূল্য হ্রাস করতে হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে সরকার মোবাইল কোম্পানিগুলোকে DWDM ও ডার্ক ফাইবার ব্যবহারের সুযোগ দিয়েছে। তাই এখন তাদের আর মূল্য না কমানোর কোনো যৌক্তিকতা নেই।

উল্লেখ্য, ঈদুল ফিতরের দিন রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক মোবাইল ইন্টারনেটের ওপর ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছিল।

মোবাইল ইন্টারনেটের মান নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহক অসন্তোষ রয়েছে। এর তুলনায় খরচ অনেক বেশি— এই বাস্তবতায় সরকার বলছে গ্রাহক স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে