ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

টেলিযোগাযোগ খাতের দুর্নীতি তদন্তে টাস্কফোর্স গঠন

২০২৫ এপ্রিল ২০ ১৯:৫৫:৩৫
টেলিযোগাযোগ খাতের দুর্নীতি তদন্তে টাস্কফোর্স গঠন

ডুয়া ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ খাতে গত ১৫ বছরে ঘটে যাওয়া দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে একটি টাস্কফোর্স গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। টাস্কফোর্সের কাজ হবে এসব অনিয়মের তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে একটি শ্বেতপত্র প্রকাশ করা।

রোববার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টাস্কফোর্সে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে।

এতে সদস্য হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এখলাস উদ্দিন আহমেদ ও প্রযুক্তিবিদ ফিদা হক। টাস্কফোর্সের গবেষণা সহকারী হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আজহার উদ্দিন।

টাস্কফোর্সের কার্যপরিধি হিসেবে বলা হয়, ডা ও টেলিযোগাযোগ খাতের জনবল ও পরামর্শক নিয়োগ এবং পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়ম পর্যালোচনা করা, পলিসিগত বৈষম্য ও অনিয়ম পর্যালোচনা করা, বিভিন্ন খাতের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি পর্যালোচনা করা।

এ ছাড়াও এই টাস্কফোর্স ডাক ও টেলিযোগাযোগ খাতের লাইসেন্স রেজিম ব্যবস্থাপনায় অনিয়ম পর্যালোচনা করবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম পর্যালোচনা করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে