ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এমপিদের মত প্রকাশের বিষয়ে যেসব সুপারিশ করল বিএনপি

২০২৫ এপ্রিল ২০ ১৬:৪৩:১৮
এমপিদের মত প্রকাশের বিষয়ে যেসব সুপারিশ করল বিএনপি

ডুয়া ডেস্ক : সংবিধান, জাতীয় নিরাপত্তা, অর্থবিল ও আস্থা প্রস্তাব বাদে অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের (এমপি) স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ রাখার সুপারিশ করেছে বিএনপি।

রোববার (২০ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেসব ক্ষমতা বর্তমানে ভোগ করছেন, সেগুলো বহাল রেখে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতায়ন করার যে প্রস্তাব এসেছে, সেখানে একমত বিএনপি। তবে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এমন বাধ্যবাধকতা আরোপ না করে তা উন্মুক্ত রাখার প্রস্তাবও দিয়েছে দলটি।

একই ব্যক্তি সরকারের প্রধান ও রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না—এই ধারনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, "আমরা এমন চর্চা কোথাও দেখি না। যুক্তরাজ্যেও পার্টির প্রধানই হয় সরকার প্রধান। এটা গণতন্ত্রের স্বাভাবিক ধারা। তবে, যদি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন হয় এবং নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই ভোটের মাধ্যমে নির্বাচিতদের ক্ষমতায় আসাকে জনগণের রায় বলেই ধরা উচিত।"

তিনি আরও জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। যদিও সেখানে ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদ ছিল না, তবে কমিশনের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত ‘সাম্য’, ‘মানবিক মর্যাদা’ এবং ‘সামাজিক সুবিচার’ এর কথা যুক্ত করার প্রস্তাব আসায় বিএনপি তাতে একমত হয়েছে।

ইন্টারনেটকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবেও একমত বিএনপি। তবে তারা মনে করে, মৌলিক অধিকারের বাস্তবায়ন রাষ্ট্রের সক্ষমতার ওপর নির্ভর করে হওয়া উচিত। তাই সংবিধানে বাস্তবায়ন-অযোগ্য অনেক বিষয় না রেখে, বাস্তবসম্মত পরিকল্পনা রাখা জরুরি।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, "সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে আমাদের মতৈক্য হয়েছে। কিছু কিছু বিষয়ে মতবিরোধও রয়েছে। তবে সেটিই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা বাকশালের মতো একদলীয় মতবাদে বিশ্বাস করি না।"

এর আগে দ্বিতীয় দিনের মতো কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেয় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন- নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে