ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজধানীর আরও ২ জায়গায় আ.লীগের ঝটিকা মিছিল

২০২৫ এপ্রিল ২০ ১২:৪৩:২৩
রাজধানীর আরও ২ জায়গায় আ.লীগের ঝটিকা মিছিল

ডুয়া নিউজ: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বের করতে দেখা যাচ্ছে। রাজধানীতে দুই জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে মিছিল করেছে তারা।

আজ রবিবার (২০ এপ্রিল) সকালে ডেমরায় ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটির নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত।

অন্যদিকে, সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা অংশ নেন।

এ সময় তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে