ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আন্তরিকতার সঙ্গে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দীন

২০২৫ এপ্রিল ২০ ১২:২৮:০৩
আন্তরিকতার সঙ্গে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দীন

ডুয়া নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে।

আজ রবিবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমরা সব বিষয়ে স্বচ্ছতার সঙ্গে, আন্তরিকতা সঙ্গে এবং সিরিয়াসলি সংস্কার কার্যক্রমের সঙ্গে সহযোগিতায় আছি।"

গত বৃহস্পতিবার মুলতবি হওয়া বৈঠকটি আজ রোববার সকাল ১১টায় আবার শুরু হয়েছে।

বৃহস্পতিবারের দিনব্যাপী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপির পক্ষ থেকে সংবিধান ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেদিন সব প্রস্তাব নিয়ে আলোচনা শেষ না হওয়ায় আজ আবার বৈঠক বসে।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আজকের বৈঠকে নির্বাচন, জনপ্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনের সুপারিশসহ পাঁচটি কমিশনের প্রতিবেদনের ওপর আলোচনা হবে। তিনি বলেন, "আজ আমরা সংবিধানের যে পর্যায় থেকে গতবার আলোচনা শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করব। এরপর বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা এবং বাকি কমিশনগুলোর বিষয়ে আলোচনা শেষ করে বিকেলের মধ্যেই আলোচনা সমাপ্ত করা সম্ভব হবে বলে আশা করছি।"

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বৃহস্পতিবারের সংলাপের বিষয়গুলো ইতোমধ্যে বিএনপির দলীয় ফোরামে আলোচিত হয়েছে এবং সেসব বিষয় জাতীয় ঐকমত্য কমিশনকে জানানো হবে।

বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায়। এতে অংশ নিয়েছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে