ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মশিউর সিকিউরিটিজের অর্থ লোপাট, দুদককে ব্যবস্থা নেয়ার অনুরোধ

২০২৫ এপ্রিল ২০ ১১:১০:৫৯
মশিউর সিকিউরিটিজের অর্থ লোপাট, দুদককে ব্যবস্থা নেয়ার অনুরোধ

ডুয়া নিউজ: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে বড় ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তারা মিলে বিনিয়োগকারীদের প্রায় ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা এবং বিভিন্ন বিও হিসাব থেকে শেয়ার বিক্রির মাধ্যমে ৯২ কোটি ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ পাঠানো হবে। একইসঙ্গে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারির জন্য দুদকে চিঠি পাঠানো এবং ব্যাংক হিসাব স্থগিত করার জন্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসইর পরিদর্শন দল ২০২৪ সালের ২০ আগস্টের পরিদর্শনে মশিউর সিকিউরিটিজের সিসিএ-তে ৬৮ কোটি টাকার বেশি ঘাটতি পায় এবং বিনিয়োগকারীদের বিও হিসাব থেকে অননুমোদিতভাবে ৯২ কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করা হয়েছে।

এর আগেও, ২০২০ সালে ক্রেস্ট সিকিউরিটিজ এবং ২০২১ সালে বানকো সিকিউরিটিজে যথাক্রমে ১২৪ কোটি এবং ১২৮ কোটি টাকার জালিয়াতির ঘটনা ঘটেছে।

এই পরিপ্রেক্ষিতে বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে, যার রিপোর্টের ভিত্তিতেই বর্তমান সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, মশিউর সিকিউরিটিজ দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। বিষয়টি এখন কমিশনের নিবিড় নজরদারিতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রণের জন্য দুদককে এবং বিএফআইইউকে অনুরোধ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে