ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হেরেও বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

২০২৫ এপ্রিল ১৯ ২০:৩৮:২৫
হেরেও বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: বিশ্বকাপের টিকিট পেতে হলে ওয়েস্ট ইন্ডিজের ছিল জটিল সমীকরণ। থাইল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে হতো ১০.১ ওভারের মধ্যে। তা না হলে ১১ ওভারে ১৭২ রান তুলতে হতো তাদের, তবেই মিলত বিশ্বকাপে খেলার সুযোগ। শেষ পর্যন্ত ম্যাচ জিতলেও নির্ধারিত রানরেটের সমীকরণে পেরে ওঠেনি ক্যারিবিয়ান নারীরা। ফলে মাত্র ০.০১ নেট রানরেটের ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের মারমুখী ব্যাটিংয়ে থাইল্যান্ডের বোলারদের যেন কোণঠাসা করে ফেলা হয়। তবে থাইল্যান্ডের ব্যাটার নাত্তাখাম চাংথামের দারুণ এক ফিফটিতে ভর করে গড়া ১৬৬ রানের সংগ্রহই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় বাংলাদেশের স্বপ্নপূরণের ভিত্তি। চাংথামের ৬৬ রানের ইনিংসেই আসলে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে যায় অনেকটাই।

ম্যাচের সমাপ্তি মুহূর্তে নাটকীয়তা ছিল তুঙ্গে। ১০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১৫৭। তখনও তাদের দরকার ছিল বিশ্বকাপের জন্য অন্তত ৯ রান। স্ট্রাইকে থাকা শ্যানেল হেনরি আউট হয়ে গেলে চাপ বাড়ে। এরপর আলিয়াহ অ্যালেইন একটি চার মারেন। পরের বলে সিঙ্গেল নিয়ে স্টিফেন টেইলরকে স্ট্রাইক দেন। তখন ১৬২ রান ওয়েস্ট ইন্ডিজের। সমীকরণ স্পষ্ট—একটি চার তাদের বিশ্বকাপ বাঁচাবে, একটি ছক্কা দেবে জয় কিন্তু হারাবে বিশ্বকাপ।

টেইলর ছক্কা হাঁকিয়ে জয় এনে দিলেও, তা যথেষ্ট হলো না। কারণ এই ছক্কায় রান দাঁড়ায় ১৭৩, কিন্তু সময় লেগে যায় ১১ ওভার। ফলে তাদের নেট রানরেট হয় ০.৬৩। অপরদিকে বাংলাদেশের রানরেট ০.৬৪—মাত্র ০.০১ ব্যবধানে এগিয়ে থেকে টাইগ্রেসরা পৌঁছে গেল নভেম্বরে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

পাকিস্তানের বিপক্ষে দিন শুরু হয়েছিল বাংলাদেশের পরাজয়ে। তখনই নির্ভর ছিল অন্য ম্যাচের ফলাফলের ওপর। সেই সমীকরণে একেকটি বল, একেকটি রান হয়ে উঠেছিল ভাগ্য নির্ধারণকারী। আর শেষ পর্যন্ত স্টিফেন টেইলরের একটি ছক্কা হয়তো জয় এনে দিলো ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু বিশ্বকাপের টিকিট এনে দিল বাংলাদেশকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে