ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তার পদত্যাগ

২০২৫ এপ্রিল ১৯ ১৯:৪৯:০২
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তার পদত্যাগ

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সরফরাজ হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র ইতোমধ্যেই গৃহীত হয়েছে এবং তা ১০ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

তবে দুই পক্ষের সমঝোতা অনুযায়ী, সরফরাজ আগামী তিন মাস বাফুফেতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। এই সময় তিনি মূলত অর্ন্তবর্তীকালীন সহায়তামূলক দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যাংকিং সংক্রান্ত কাজ এবং ফিফা, এএফসি ও সাফের সঙ্গে আর্থিক যোগাযোগের দায়িত্ব এখন থেকে ফিন্যান্স বিভাগের কর্মকর্তা সৈয়দ আমিরুল পালন করবেন।

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকীর পদত্যাগের পর এই পরিবর্তন আনা হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার একটি বার্তার মাধ্যমে নির্বাহী কমিটির সকল সদস্যকে এ বিষয়ে অবহিত করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) প্রশাসনিক কাঠামোয় প্রধান নির্বাহী হিসেবে সাধারণ সম্পাদক থাকেন, তার পরেই থাকেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)। এই দুই প্রশাসনিক পদে বিদেশি কোচিং স্টাফ বাদে বাফুফেকে প্রতি মাসে প্রায় আট লাখ টাকা ব্যয় করতে হয়।

তবে গত কয়েক বছর ধরে সিএফও পদ নিয়ে নানা জটিলতায় ভুগছে বাফুফে। ২০২৩ সালের ১৪ এপ্রিল ফিফা কর্তৃক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার পর বাফুফে আর্থিক বিষয় নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত চলাকালীন জুন-জুলাই মাসে তৎকালীন সিএফও আবু হোসেন পদত্যাগ করেন। এরপর কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে বাফুফে সরফরাজ হাসানকে প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর