ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কারাগারে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’ চালু করল যে দেশে

২০২৫ এপ্রিল ১৯ ১৮:৪৪:১৪
কারাগারে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’ চালু করল যে দেশে

ডুয়া ডেস্ক: ইতালিতে প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য চালু করা হয়েছে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) মধ্য ইতালির আমব্রিয়া অঞ্চলের একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে এই কক্ষের উদ্বোধন হয়। একে অনেকেই ‘সেক্স রুম’ নামে উল্লেখ করছেন। উদ্বোধনের দিন এক কারাবন্দি তার নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে সময় কাটানোর সুযোগ পান।

এই উদ্যোগের মাধ্যমে বন্দিদের ব্যক্তিগত সম্পর্ক রক্ষার সুযোগ করে দেওয়ার পাশাপাশি, তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে বন্দিরা এই কক্ষ ব্যবহার করতে পারবেন।

দেশটির সাংবিধানিক আদালত রায় দিয়েছিলেন, কারাবন্দিদেরও তাদের সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এরপরই কিছু কারাবন্দিকে এ সুযোগ দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে আমব্রিয়ার কারাবন্দিদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও বলেছেন, “আমরা খুব খুশি। সবকিছু বেশ ভালোভাবে হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা যেন নিশ্চিত থাকে সেটি অব্যাহত রাখা জরুরি।” তিনি আরও বলেন, “আমরা বলতে পারি একটি পরীক্ষা বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনে এটি চলতে থাকবে।”

২০২৪ সালের জানুয়ারিতে ইতালির সাংবিধানিক আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছিলেন, ‘বন্দিদের তাদের স্বামী/স্ত্রী অথবা সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার থাকা উচিত। আর এ সময় কোনো কারারক্ষী সেখানে উপস্থিত থাকতে পারবে না।’

আদালত ওই সময় আরও জানান, ‘ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড এবং সুইডেনে এই প্রথা আগে থেকেই চলে আসছে।’

গত সপ্তাহে ইতালির বিচারমন্ত্রী একটি নির্দেশিকা প্রকাশ করেছেন, যেখানে বলা হয়েছে—বন্দি ও তাদের সঙ্গীদের জন্য নির্ধারিত বিশেষ কক্ষে অবশ্যই একটি খাট ও টয়লেট থাকতে হবে। পাশাপাশি, নিশ্চিত করতে হবে যে, এক দম্পতি যেন একসঙ্গে সর্বোচ্চ দুই ঘণ্টা ওই কক্ষে অবস্থান করতে পারেন।

গাইডলাইনে আরও বলা হয়, ‘এ রুমের দরজা খোলা রাখতে হবে। যেন বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কারারক্ষীরা সেখানে প্রবেশ করতে পারেন।’

ইউরোপজুড়ে ইতালির কারাগারগুলো জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। বর্তমানে দেশটির কারাগারগুলোতে বন্দির সংখ্যা প্রায় ৬২ হাজার, যা এসব কারাগারের ধারণক্ষমতার চেয়ে ২১ শতাংশ বেশি।সূত্র: রয়টার্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে