ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গুলশান কারো নিজস্ব সম্পত্তি না: ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিক্ষোভ

২০২৫ এপ্রিল ১৯ ১৭:২৭:৩১
গুলশান কারো নিজস্ব সম্পত্তি না: ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিক্ষোভ

ডুয়া নিউজ: রাজধানীর গুলশান এলাকায় এতদিন শুধুমাত্র নিবন্ধিত প্যাডেলচালিত রিকশার চলাচল অনুমোদিত ছিল। তবে গত ৭-৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও সেখানে নির্বিঘ্নে চলছিল। এজন্য আজ শনিবার (১৯ এপ্রিল) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশার চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে এর প্রতিবাদে মিছিল করেছে ব্যাটারিচালিত রিকশা চালকরা।

শনিবার গুলশান ১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভেতরের রাস্তাগুলোতে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে দেখা যায়নি। তবে দুপুরের দিকে গুলশান-২ নম্বর থেকে ভেতরের রাস্তায় প্রায় ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশাচালককে মিছিল করতে দেখা যায়, যারা এ সময় নানা স্লোগান দিচ্ছিলেন।

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের এই উদ্যোগ বাস্তবায়নে একযোগে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করা হয়েছে। এই উদ্যোগ কার্যকর রাখতে গুলশান সোসাইটি অতিরিক্ত ২০ জন নিরাপত্তা গার্ড নিয়োগ দিয়েছে, যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

তবে ডিএনসিসির এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন নিবন্ধিত রিকশা চালক ও স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে গুলশানের স্থায়ী নিবন্ধিত প্যাডেল রিকশা চালক আজাহার আলী বলেন, “এটা খুবই ভালো। ব্যাটারিচালিত রিকশা গুলশানের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করে, এই গাড়ি ওই গাড়ির সাথে ধাক্কা লাগায়। আজ ব্যাটারিচালিত রিকশা গুলশানে ঢোকেনি, তাই সড়কের পরিবেশও খুব ভালো আছে।”

গুলশানের এক বাসিন্দা জানান, আগে গুলশানে শুধু নিবন্ধিত রিকশাগুলো চলাচল করতো, এতে করে পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু গত সাত-আট মাস ধরে ব্যাটারি চালিত রিকশা চলাচল করে গুলশানের ভিতরে পরিবেশ নষ্ট করে দিয়েছে। তারা একে গুলশানের ভেতরে চেনেও না, আবার দ্রুতগতির রিকশা এনে দুর্ঘটনা ঘটায়। স্থায়ী বাসিন্দারা এসব রিকশার কারণে সড়ক পারাপারেও ভয় পান। আজ এসব রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে না , যে কারণে ভেতরের পরিবেশটা আজ খুব ভালো লাগছে। গুলশান সোসাইটিকে আরও বেশি কঠোর হতে হবে।

এদিকে ডিএনসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশাচালক মিলে একটি মিছিল বের করে গুলশান-২ থেকে গুলশান-১ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। মিছিলে অংশ নেওয়া ব্যাটারিচালিত এক রিকশাচালক বলেন, “গুলশান এলাকা কারো নিজস্ব সম্পত্তি না, অন্য রিকশা চললে এখানে ব্যাটারিচালিত রিকশাও চলতে দিতে হবে। এই রিকশা চলাচলের দাবি নিয়ে আজ আমরা মিছিল বের করেছি। গুলশান সোসাইটির সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের এখানে চলাচল করতে দিতেই হবে।”

ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন বলেন, “স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় ক্রমান্বয়ে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে