ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

২০২৫ এপ্রিল ১৯ ১৭:০৭:৫২
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এই কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ফ্লাইটটি অভিবাসী বাংলাদেশিদের নিয়ে ঢাকায় এসে পৌঁছায়।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে, যার আওতায় রয়েছে বাংলাদেশও। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ৫ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠিয়েছে।

তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি ছিল গ্রিফন এয়ারের (জিআরপি-২৬), যা মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার্ড সেবা প্রদানকারী একটি আমেরিকান এয়ারলাইনস কোম্পানি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত নেপালি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত ছিল গ্রিফন এয়ার। একই সূত্রে জানা গেছে, “এই বিশেষ ফ্লাইটটি মূলত শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্বে শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।”

ফেরত পাঠানো ৫ জন অবৈধ বাংলাদেশির মধ্যে রয়েছেন কুমিল্লা জেলার একজন, নোয়াখালীর দুইজন, চট্টগ্রামের একজন এবং সিলেট জেলার একজন। ফিরিয়ে দেওয়া এই দলে একজন নারী অভিবাসীও আছেন, যিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন।

ট্রাম্প প্রশাসনের অধীনে এই প্রথমবারের মতো বাংলাদেশি অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে এভাবে ফেরত পাঠানো হলো। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, দেশটিতে অবস্থানরত অন্যান্য অবৈধ বাংলাদেশি অভিবাসীদেরও ধাপে ধাপে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে