ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যাদেরকে ভিসা না দিয়ে উল্টো আইনি ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র

২০২৫ এপ্রিল ১৯ ১৬:৩৬:৩৬
যাদেরকে ভিসা না দিয়ে উল্টো আইনি ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র

ডুয়া নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্র ভুয়া কাগজপত্র জমা দেওয়া ব্যক্তিদের কোনোভাবেই ভিসা প্রদান করে না। বরং, এমন প্রতারণার ঘটনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ীও উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা জানায়।

এতে বলা হয়েছে, ‘ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না। ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে