ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা

২০২৫ এপ্রিল ১৯ ১৫:২৫:৪০
এবার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা

ডুয়া ডেস্ক: ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (রোববার) দেশব্যাপী মহাসমাবেশের ডাক দিয়েছেন দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ শিরোনামে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি শেষে এ ঘোষণা দেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের মুখপাত্র জোবায়ের পাটোয়ারী।

কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। এ সময় কুমিল্লার কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান তারা। ঢাকার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে দুপুর সাড়ে ১১টায় জড়ো হয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

এর আগেও আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা শুক্রবার মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন এবং বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরও দাবি আদায়ে আশ্বস্ত না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এক সংবাদ ব্রিফিংয়ে জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করুন তাহলেই আমরা রাজপথ ছাড়ব। কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, পাশাপাশি তাদের চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানাই। আমরা আলোচনায় আগ্রহী কিন্তু দাবি পূরণ না হলে আন্দোলন থামবে না।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে