ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিয়ে করেননি নরেন্দ্র মোদি, কারণ কী?

২০২৫ এপ্রিল ১৯ ১৩:২৮:৪১
বিয়ে করেননি নরেন্দ্র মোদি, কারণ কী?

ডুয়া ডেস্ক: ভারতের হিন্দু পুনরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর একটি কড়াকড়ি নিয়ম হচ্ছে—এর পূর্ণকালীন কর্মী বা ‘প্রচারক’-দের জন্য বিবাহ নিষিদ্ধ। কারণ তাঁদের জীবনের পুরো সময়টাই সংগঠনের জন্য উৎসর্গ করতে হয়। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় আরএসএসের এমনই একজন ‘প্রচারক’ ছিলেন, যিনি পরে রাজনীতিতে যুক্ত হলেও নিজের বিবাহিত জীবন কখনও গড়ে তোলেননি।

আরএসএসের নীতিমতে, প্রচারকরা তাঁদের ব্যক্তিগত জীবন নয় বরং সংগঠনের কর্মকাণ্ডেই নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখেন। দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধব গোলওয়ালকর এই নিয়ম প্রবর্তন করেন। এই নিয়ম অনুযায়ী, একজন প্রচারক সংসার গড়লে তা আরএসএসের মূলনীতির পরিপন্থী বলে বিবেচিত হয়।

ড. জিষ্ণু বসু, যিনি বাংলা, ওড়িশা, সিকিম ও আন্দামান-নিকোবর অঞ্চলের সহ-ক্ষেত্র প্রচার প্রমুখ জানান, প্রচারকদের সব খরচ চলে আরএসএসের তহবিল থেকে। কিন্তু কেউ যখন রাজনীতিতে প্রবেশ করেন তখন তিনি প্রচারকের দায়িত্ব থেকে অব্যাহতি পান এবং খরচ বহন করে সংশ্লিষ্ট রাজনৈতিক দল।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন—প্রচারকদের জন্য যদি বিয়ে নিষিদ্ধ হয় তবে দিলীপ ঘোষ কীভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন? এর জবাবে দলীয় নেতারা জানান, দিলীপ ঘোষ ২০১৫ সালে বিজেপির দায়িত্ব নেওয়ার সময় থেকেই প্রচারক ছিলেন না। ফলে তাঁর বিয়েতে নিয়মগত কোনো বাধা ছিল না।

নরেন্দ্র মোদি যদিও ১৭ বছর বয়সে যশোদাবেন নামে এক নারীকে বিয়ে করেছিলেন তবে সেই সম্পর্ক দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। পরে তিনি আর কখনও সংসার জীবন বেছে নেননি। মোদির মতোই আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও আজীবন অবিবাহিত ছিলেন। অন্যদিকে লালকৃষ্ণ আদবাণী প্রচারকের দায়িত্ব ছেড়ে সংসার জীবন বেছে নিয়েছিলেন।

আরএসএসের অভ্যন্তরে এমন অনেক উদাহরণ রয়েছে—বিশেষ করে মহারাষ্ট্র ও ওড়িশার মতো রাজ্যগুলোতে—যেখানে প্রাক্তন প্রচারকরা পরে পরিবার গঠন করেছেন। পশ্চিমবঙ্গেও এর কিছু দৃষ্টান্ত রয়েছে। যেমন: কৈলাশ বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন, যারা একসময় প্রচারক ছিলেন, পরে সংসার জীবন বেছে নিয়েছেন।

নরেন্দ্র মোদির বিবাহ না করার মূল কারণ ছিল তাঁর আরএসএস প্রচারক হিসেবে জীবনযাপন এবং সংগঠনের নীতির প্রতি তাঁর অঙ্গীকার। রাজনীতিতে প্রবেশের পরও তিনি ব্যক্তিগতভাবে সেই আদর্শ বজায় রেখেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে