ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত

২০২৫ এপ্রিল ১৯ ১৩:০৩:৩৩
অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত

ডুয়া ডেস্ক: খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ মোট ছয়জনকে উদ্ধারে যৌথবাহিনীর টানা অভিযান চলছে। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, সেনাবাহিনীর নেতৃত্বে গত বুধবার থেকে এই অভিযান শুরু হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় অপহৃতদের সন্ধানে কাজ করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন সড়কে।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান জানান, অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করাই তাদের প্রধান লক্ষ্য।

জানা গেছে, বৈসাবি উৎসব শেষে বাড়ি ফেরার সময় পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। অপহরণের সময় তাদের বহনকারী অটোরিকশা চালককেও তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে