ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মার্কিন স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থীদের উদ্বেগ

২০২৫ এপ্রিল ১৯ ১২:৪৩:৪৫
মার্কিন স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থীদের উদ্বেগ

ডুয়া ডেস্ক: ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতির প্রভাব পড়তে শুরু করেছে। গত মাসে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর এফ-১ ভিসা বাতিল করেছে মার্কিন কর্তৃপক্ষ। অভিযোগ করা হয়েছে তারা বিভিন্ন ধরনের ‘আন্দোলনে’ জড়িত ছিলেন।

ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, বাতিল হওয়া ভিসাগুলোর অন্তত ৫০ শতাংশ ভারতীয় শিক্ষার্থীদের। তিনি এই তথ্য শেয়ার করেছেন আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন (AILA)-এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, যা তিনি এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশ করেন।

রমেশ মন্তব্য করেন, “ভিসা বাতিলের কারণগুলো অস্পষ্ট, স্বচ্ছ নয়। এটি ভারতীয় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।” তিনি প্রশ্ন তোলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর কি এই ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করবেন?

শুধু ভিসা বাতিলই নয়—এই শিক্ষার্থীদের অনেককেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 'রাষ্ট্রদ্রোহী' হিসেবে আখ্যায়িত করেছে। এর ফলে তারা আর কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

AILA-এর তথ্য অনুযায়ী, এই ৩২৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৪% চীনা এবং বাকি অংশ বাংলাদেশ, নেপাল ও দক্ষিণ কোরিয়ার নাগরিক। ভিসা বাতিলের দায়িত্বে রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। তারা বিগত চার মাস ধরে এআই প্রযুক্তির সহায়তায় বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম নজরদারিতে রাখছে।

এই নজরদারির পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, AI-ভিত্তিক পর্যবেক্ষণ পদ্ধতির ফলে অনেক নিরীহ শিক্ষার্থী ভুলভাবে অভিযুক্ত হচ্ছেন—যাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই।

এছাড়া জানা গেছে, অনেক ছাত্র ফিলিস্তিনপন্থী কোনো আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন না। তবুও তাদের ভিসা বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্চ মাসে এক বক্তব্যে বলেন, “আমরা এখন ‘ধরা এবং বাতিল’ (catch and cancel) নীতিতে কাজ করছি।” শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমও খতিয়ে দেখা হচ্ছে—তারা কোনো ইহুদিবিদ্বেষী মন্তব্য করছেন কি না বা হামাসকে সমর্থন করছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

এই নতুন নীতি এবং কার্যক্রম দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিকল্পনা করা বহু শিক্ষার্থী এখন দ্বিধায় রয়েছেন।

চলমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনার আগে সর্বশেষ নীতিমালা ও ভিসা নিয়মাবলি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে