ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

২০২৫ এপ্রিল ১৯ ১২:০৪:৩৬
ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম রানা।

শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে সংগঠনের কার্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিতিতে এই কমিটি আত্মপ্রকাশ করে।

সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম রানা জানান, নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল আনোয়ার আহম্মেদ, সদস্য কৃষিবিদ মো. ইউনুস আলী সহ ১১ জন সদস্য গত ২৫ মার্চে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ‘ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের’কমিটির আগামী ১ বছরের জন্য মোস্তফা কামালকে সভাপতি ও শামীম রানাকে সাধারণ সম্পাদক করে মোট ১০৪ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ হলো ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের ঐক্যের কণ্ঠস্বর। একসাথে চলাই আমাদের শক্তি। সম্মিলিত প্রয়াসই উন্নয়নের মূল চাবিকাঠি, আর আমাদের অঞ্চল তার জ্বলন্ত উদাহরণ হিসেবে থাকুক । ভবিষ্যৎ বদলাবে সৃজনশীল চিন্তা আর কাজের মাধ্যমে। প্রতিটি নতুন ভাবনা ও কার্যকর উদ্যোগই বদলে দিতে পারে আগামীকে। নাম নয়, কর্মই আমাদের পরিচয় গড়ে দেবে। শিক্ষার্থীদের হৃদয়ে হৃদয়ে বন্ধনের সুর তুলবে এই সংগঠন। ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ভালোবাসার বন্ধনে গড়ে উঠবে এক অটুট শিক্ষার্থী সমাজ। "

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নের পাশাপাশি সাথে ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষার্থী দের যে কোন সমস্যায় পাশে থেকে সংগঠনের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে