ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নতুন দুই বেঞ্চ আপিল বিভাগে

২০২৫ এপ্রিল ১৯ ১০:৪৬:৩০
নতুন দুই বেঞ্চ আপিল বিভাগে

ডুয়া ডেস্ক: আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য দুটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা রোববারের আপিল বিভাগের কার্যতালিকায় এ বেঞ্চ দুটির তথ্য তুলে ধরা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত প্রথম বেঞ্চে আছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব।

দ্বিতীয় বেঞ্চে বিচারকার্য পরিচালনা করবেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

উল্লেখ্য, গত ২৪ মার্চ হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব—কে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। পরদিন সকাল ১০টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে