ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

২০২৫ এপ্রিল ১৯ ১০:২১:২৮
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে বৈঠকটি শুরু হয়। যদিও বৈঠকে অংশগ্রহণকারীদের সুনির্দিষ্ট তালিকা জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত রয়েছে।

এর আগে, গত ২৩ মার্চ কমিশনের ১৬৬টি সুপারিশের ওপর লিখিত মতামত জমা দেয় এনসিপি। তারা ২২টি সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে। দলের পক্ষ থেকে জানানো হয়, যেসব সুপারিশ সরাসরি সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য। তবে সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মত দিয়েছে দলটি।

উল্লেখ্য, তরুণদের নিয়ে গঠিত এই রাজনৈতিক দলটি ২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে দলের নেতা-কর্মীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর