ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চোটে ছিটকে গেলেন গুরজাপনিত, ব্রেভিসে ভরসা চেন্নাইয়ের

২০২৫ এপ্রিল ১৮ ১৯:৪৮:১৬
চোটে ছিটকে গেলেন গুরজাপনিত, ব্রেভিসে ভরসা চেন্নাইয়ের

ডুয়া ডেস্ক : আইপিএলের চলতি আসরের মাঝপথে একের পর এক চোটের কারণে দলে পরিবর্তনের হিড়িক পড়েছে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের পেসার গুরজাপনিত সিং। তার বদলে দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই।

এবারের আইপিএল নিলামে গুরজাপনিতকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় চেন্নাই। একই অঙ্কে এবার ব্রেভিসকেও দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্রেভিসকে বলা হয় ‘বেবি এবি’, খেলার স্টাইলের জন্য যার নামের সঙ্গে জুড়ে গেছে কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ছায়া।

তবে চমক হলো—নভেম্বরে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। যেখানে তার ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি।

মাত্র ২১ বছর বয়সেই ব্রেভিস এরইমধ্যে ৮১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন, যেখানে তিনি করেছেন ১,৭৮৭ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৬২ রানের। যদিও আন্তর্জাতিক মঞ্চে ২০২৩ সালের আগস্টে অভিষেক হলেও এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচই খেলেছেন এই তরুণ।

এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২২ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ এসএ২০-তে এমআই কেপটাউনের হয়ে খেলেন ব্রেভিস। এবারের আসরে দলটির শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার, তিনি করেন ষষ্ঠ সর্বোচ্চ ২৩০ রান।

চেন্নাইয়ের এই পরিবর্তন কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে গুরজাপনিতের অনুপস্থিতিতে ব্রেভিসকেই ভরসা হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে