ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শুল্ক নিয়ে সুর নরম ট্রাম্পের, চীনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

২০২৫ এপ্রিল ১৮ ১৮:৪৯:৪৪
শুল্ক নিয়ে সুর নরম ট্রাম্পের, চীনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

ডুয়া ডেস্ক : বাণিজ্য নীতিতে কড়া অবস্থান নেওয়া ডোনাল্ড ট্রাম্প এবার শুল্ক ইস্যুতে কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন। চীনের সঙ্গে চলমান পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরিস্থিতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “শুল্ক আর না বাড়ুক। কারণ শুল্ক বাড়তে থাকলে মানুষ আর পণ্য কিনবে না।”—বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।

ট্রাম্প আরও বলেন, “আমি হয়তো আর শুল্ক বাড়াতে চাই না, বরং কমানোর দিকেই যেতে পারি।” তিনি জানান, চীন শুল্ক নিয়ে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনায় সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্ত ছিলেন কিনা, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প।

এ ছাড়া আগামী এক মাসের মধ্যে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। তবে বাণিজ্য বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত চীনভিত্তিক ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। মার্কিন সরকার চীনভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বিক্রি করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়, যা একাধিকবার বাড়ানো হয়েছিল।

এদিকে ট্রাম্পের শুল্ক সংক্রান্ত বক্তব্য বিশ্ববাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি করলেও এতে বৈশ্বিক মন্দার আশঙ্কা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে