ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মাগুরায় ২০২৪ সালের নির্বাচন ছিল সাজানো: শফিকুল আলম

২০২৫ এপ্রিল ১৮ ১৮:০৭:১৪
মাগুরায় ২০২৪ সালের নির্বাচন ছিল সাজানো: শফিকুল আলম

ডুয়া ডেস্ক : মাগুরা-১ আসনের ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো-গোছানো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার অভিযোগ, এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না এবং ফলাফল আগেই নির্ধারিত ছিল।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “২০২৪ সালে আমি মাগুরা-১ আসনের নির্বাচন কাভার করতে এসেছিলাম। দেখেছি, এখানে কোনো প্রতিযোগিতা ছিল না। আগে থেকেই অনুমান করা যাচ্ছিল, কে জিতবে। এমনকি সাকিব আল হাসানও জানতেন, তাকে বিজয়ী করে দেওয়া হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাগুরায় কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। সবই ছিল সাজানো-গোছানো নাটক।”

আওয়ামী লীগকে ‘বাজে দল’ উল্লেখ করে শফিকুল আলম বলেন, “এই দল ব্যাংক লুট, গুম, খুনসহ নানা অপকর্মে জড়িত। এতসব জেনেও সাকিব আল হাসানের মতো জাতীয় আইকন কীভাবে এমন দলে যোগ দিতে পারেন, সেটিই প্রশ্ন।”

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে মাগুরায় আন্দোলন চলাকালে তিন-চারজন তরুণকে হত্যা করা হয়েছিল। সাকিব তো এ এলাকার এমপি ছিলেন। তিনি কি এসব জানতেন না? তিনি কি কখনও বলেছিলেন, 'আমি দুঃখিত'? কখনো নিন্দা জানিয়েছেন?”

প্রেস সচিবের সফরে আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল হাসান ও সহযোগী অধ্যাপক আব্দুল্লাহেল কাফী প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে