ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এসএসসি কেন্দ্রে নকল দিতে গিয়ে অ’স্ত্র’সহ কিশোর আটক

২০২৫ এপ্রিল ১৮ ১৭:৪৬:৫৪
এসএসসি কেন্দ্রে নকল দিতে গিয়ে অ’স্ত্র’সহ কিশোর আটক

ডুয়া নিউজ : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

আটককৃত কিশোরের নাম মো. মেহেদী হাসান (১৭)। তিনি নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পরীক্ষাকেন্দ্রের দেয়াল টপকে হলের ভেতরে প্রবেশের চেষ্টা করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মতলব উত্তর থানা পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে তার দেহ তল্লাশি করে নকল সরবরাহের উপকরণের পাশাপাশি একটি বিদেশি ধারালো চাকু উদ্ধার করা হয়।

ঘটনার পর কেন্দ্র সচিব মো. আরিফ উল্ল্যা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।

উপজেলা সহকারী কমিশনার হিল্লোল চাকমা জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটক ব্যক্তিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি মো. রবিউল হক বলেন, “আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: এসএসসি নকল

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে