ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আরও ২৭৩ টন আলু রপ্তানি

২০২৫ এপ্রিল ১৮ ১৬:৫৯:৩৬
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আরও ২৭৩ টন আলু রপ্তানি

ডুয়া ডেস্ক : দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নেপালে নতুন করে ২৭৩ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা হয়ে ভারতের ফুলবাড়ি সীমান্ত পার হয়ে কয়েকটি ট্রাকে এসব আলু নেপালে পাঠানো হয়। এর আগে গত ১০ এপ্রিল একই রুটে ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছিল। সব মিলিয়ে চলতি মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৪ হাজার ৪৯৪ মেট্রিক টন আলু রপ্তানি হলো।

উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকা থেকে উন্নতমানের আলু সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো রপ্তানি করা হচ্ছে। এই রপ্তানিতে অংশ নিচ্ছে—থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ এবং ক্যারোস এগ্রো কনসার্ন অব এম আর জে এন গ্রুপ।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “এই বন্দর দিয়ে নিয়মিত নানা পণ্য আমদানি-রপ্তানি হয়। নতুন পণ্য হিসেবে আলু যুক্ত হওয়ায় কৃষক, ব্যবসায়ী এবং সরকার—সবাই উপকৃত হচ্ছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে