ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

২০২৫ এপ্রিল ১৮ ১৬:০৩:২৭
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালানো হয়। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর, নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগসহ একাধিক সংস্থার যৌথভাবে অংশ নেয়। ১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম এই অভিযান পরিচালনা করে।

আটকদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি—সংখ্যা ১৬৫ জন। এছাড়া, ১২৪ জন নেপালি, ৪০ জন ইন্দোনেশিয়ান নারী এবং আরও ১৮ জন নেপালি নারী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৪৮ জন পুরুষ এবং ৫৮ জন নারী। আটক বাংলাদেশিদের সবাই পুরুষ বলে জানানো হয়েছে।

অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান জানান, মোট ৮৯৫ জনের কাগজপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে ৭৪৯ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ১৪৬ জন স্থানীয়। যাচাই শেষে ৫০৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

তিনি আরও জানান, পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, অনুমতিপত্রের শর্ত ভঙ্গ, দীর্ঘ সময় ধরে অবৈধভাবে অবস্থান, কিংবা কোনো বৈধ নথিপত্র না থাকার মতো অভিযোগে তাদের আটক করা হয়েছে।

অভিযানের সময় অনেকে পালানোর চেষ্টা করেন। এর মধ্যে মায়ানমার ও নেপালের দুই নাগরিককে ইমিগ্রেশন কর্মকর্তারা ধাওয়া করলে তারা পড়ে গিয়ে সামান্য আহত হন। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ টিম তাদের প্রাথমিক চিকিৎসা দেয়।

এছাড়া, অভিযান চলাকালীন এক গর্ভবতী ভারতীয় নারী অসুস্থ অনুভব করলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

মহাপরিচালক জানান, যেসব ভবনে অভিযান চালানো হয়, সেগুলোর অনেক কক্ষে ছিল অতিরিক্ত ভিড়। কিছু রুমে পাঁচ থেকে ছয়জনের বেশি অভিবাসী বাস করছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে