ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘হাল ছেড়ে’ দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

২০২৫ এপ্রিল ১৮ ১৫:৫৮:০০
‘হাল ছেড়ে’ দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ডুয়া ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র এই প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) প্যারিস ত্যাগের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা সম্ভব না হয়, তাহলে আমাদের হাল ছেড়ে দিতে হবে। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”

এই মন্তব্যের আগে তিনি ইউরোপীয় এবং ইউক্রেনীয় মিত্রদের সঙ্গে রাশিয়ার আগ্রাসন থামানো নিয়ে আলোচনা করেছেন।

রুবিও জানান, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিসহ তারা যুদ্ধ বন্ধে সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা করছেন। যদি এই প্রচেষ্টা ফলপ্রসূ না হয় তবে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াতে বাধ্য হবে বলেই তার মত।

“এটা আমাদের যুদ্ধ নয়। আমরা এটা শুরু করিনি। গত তিন বছর ধরে আমরা ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছি। কিন্তু এখন সিদ্ধান্ত নিতে হবে—এই যুদ্ধ আদৌ শেষ করা সম্ভব কি না”—বলেছেন রুবিও।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামাতে গত ৮৭ দিন ধরে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠক:

বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকে ফ্রান্স, জার্মানি, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। এতে মার্কো রুবিও ও ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নিজে তাদের স্বাগত জানান।

উল্লেখ্য, কিছুদিন আগে উইটকফ রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাও বলেছেন। যদিও ফ্রান্স এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিস্তারিত জানায়নি। তবে সূত্র বলছে বৈঠক সফল হয়েছে এবং আগামী সপ্তাহে লন্ডনে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

রাশিয়া শান্তিচুক্তি মানতে নারাজ:

সূত্র জানিয়েছে, রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও কথা বলেছেন এবং একটি শান্তি রূপরেখা তুলে ধরেছেন। তবে সেই রূপরেখার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, আগের একটি শান্তিচুক্তির খসড়ায় ইউক্রেন সম্মতি দিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটি প্রত্যাখ্যান করেন। এই প্রেক্ষাপটে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “রাশিয়া প্রতিদিন আক্রমণ চালাচ্ছে। আমাদের উচিত তাদের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা। তাহলেই শান্তির সম্ভাবনা তৈরি হবে।”

তথ্য : সিএনএন, ডয়েচে ভেলে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে