ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয়’ বললো ভারত

২০২৫ এপ্রিল ১৮ ১৪:১৩:১৫
বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয়’ বললো ভারত

ডুয়া ডেস্ক: ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে এই আহ্বানকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘লোক দেখানো’ হিসেবে মন্তব্য করেছে ভারত সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। সম্প্রতি মুসলিমদের ওপর হামলার ঘটনা এবং তাদের জানমালের ক্ষতির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।”

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এই মন্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে ভারতের উদ্বেগের প্রতিবিম্ব ঘটানোর চেষ্টা মাত্র।” তার এই বক্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন ঘিরে বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায়। বিভিন্ন স্থানে আগুন লাগানো, ইট-পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে