ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভুয়া মেজর আটক

২০২৫ এপ্রিল ১৮ ১৩:৫৫:৩৩
ভুয়া মেজর আটক

ডুয়া ডেস্ক: ফরিদপুরে এক ব্যক্তিকে ভুয়া মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত ব্যক্তির নাম মো. আমিনুল ইসলাম আপন (৩৭)। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় শহরের জনতা ব্যাংক মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে আমিনুলকে আটক করা হয়।

জানা গেছে, আমিনুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুংলি গ্রামের মৃত আলেফ মন্ডলের ছেলে। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিলেন। তবে আমিনুলের দাবি, তিনি একসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সৈনিক ছিলেন এবং ২০২২ সালে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে বরখাস্ত হন।

ওসি আসাদুজ্জামান জানান, মধুখালী থানায় এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে