ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের, যে সমীকরণের সামনে বাংলাদেশ

২০২৫ এপ্রিল ১৮ ১১:৫৯:৪৭
বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের, যে সমীকরণের সামনে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: ৬ দলের শুরু করা লড়াই এখন এসে ঠেকেছে তিন দলের দ্বৈরথে। থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান নারী দল। এখন বাকি থাকা একটি টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তিন দল—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

গতকাল থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক পারফরম্যান্সে পাকিস্তান নিজেদের জায়গা পাকা করেছে। সিদ্রা আমিনের ৮০ রানের দারুণ ইনিংস, ফাতিমা সানার হাফ সেঞ্চুরি এবং বোলারদের সম্মিলিত প্রয়াসে পাকিস্তান পেয়েছে টানা চতুর্থ জয়। এক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করেছে ২০২৫ সালের ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা।

এদিকে আরেকটি টিকিটের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার দল চার ম্যাচে জিতেছে তিনটিতে। বাকি একটি ম্যাচে জয় পেলেই তারা বিশ্বকাপে খেলবে—কোনো জটিল সমীকরণের দরকার নেই। তবে হারলেও শেষ নয়, কারণ নেট রান রেটের দিক থেকেও বাংলাদেশ এগিয়ে।

তবে সামনে একটি সতর্কবার্তা রয়েই যাচ্ছে। আগামীকাল সকাল ১০:৩০-এ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডকে বিশাল ব্যবধানে হারায় তবে রান রেটের হিসাবে ছিটকে যেতে পারে টাইগ্রেসরা।

বাংলাদেশের সামনে আছে আরেকটি সম্ভাব্য (যদিও কঠিন) সমীকরণ—থাইল্যান্ড যদি হারায় ওয়েস্ট ইন্ডিজকে এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় আয়ারল্যান্ড তাহলে ৬ পয়েন্ট নিয়েই বিশ্বকাপ নিশ্চিত করবে বাংলাদেশ।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের পয়েন্ট ৪ করে। বাকি রয়েছে সবার একটি করে ম্যাচ।

৮ দলের নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতের সঙ্গে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। যোগ দিয়েছে পাকিস্তানও। বাকি একমাত্র স্থানটি কার ঝুলিতে যায়, তা জানা যাবে আগামীকাল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে