ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপি এখনই মাঠে নামছে না, নির্বাচন ইস্যুতে নতুন কৌশল

২০২৫ এপ্রিল ১৮ ১১:৩৪:০৭
বিএনপি এখনই মাঠে নামছে না, নির্বাচন ইস্যুতে নতুন কৌশল

ডুয়া ডেস্ক: নির্বাচন ঘিরে এখনই রাজপথে সক্রিয় হচ্ছে না বিএনপি। ধীরে চলো নীতিতে দলটি পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ধারণাকে সময় দেবে। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মত ও রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবে। সাংগঠনিকভাবে প্রস্তুতির অংশ হিসেবে শিগগিরই সভা, মিছিল, পদযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকবে দলটি।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। স্পষ্ট করে বলেছি—ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে।’ ডিসেম্বরে নির্বাচন না হলে দলের পরবর্তী পদক্ষেপ কী হবে—এই প্রশ্নে তিনি বলেন, ‘দলের ভিতরে ও মিত্রদের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত জানাবো।’

আন্দোলনের নয়, সংগঠনের সময় এখন

দলীয় সূত্র বলছে, বৈঠক শেষে বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় এখনই কঠোর আন্দোলনে না যাওয়ার মত দিয়েছেন বেশিরভাগ নেতা। তাদের মতে, তড়িঘড়ি করে মাঠে নামলে সরকারবিরোধী অবস্থানকে অপব্যাখ্যা করা হতে পারে এবং অপ্রত্যাশিত চক্রান্তের সুযোগ তৈরি হতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই হবে কৌশল। তবে সরকার যদি গড়িমসি করে সেক্ষেত্রে কঠোর আন্দোলনের প্রস্তুতি বিএনপির রয়েছে।

তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত কর্মসূচির ছক

শিগগিরই দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি চালাবে বিএনপি। ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয়ে জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ে হবে সভা-সমাবেশ, পদযাত্রা ও মিছিল। এরপর পরিস্থিতি বিবেচনায় ঢাকায় বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে। এতে ভোটবঞ্চিত জনগণকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের পক্ষে জনমত গঠন করার কৌশল নেওয়া হচ্ছে।

এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা

নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিচ্ছে বিএনপি। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাম গণতান্ত্রিক জোটসহ ডান-বাম ঘরানার দলগুলোর সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হচ্ছে, তবে নির্বাচন ইস্যুতে ঐক্য গড়ে উঠছে। জামায়াতও দ্রুত নির্বাচন চায়—এটি ইতিবাচক। যদিও বিএনপির পক্ষ থেকে এখনো কোনো বৈঠকের আমন্ত্রণ পাননি বলেও জানান তিনি।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, আমন্ত্রণ না পেলেও শিগগির বিএনপির সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। নির্বাচনসহ নানা বিষয় সেখানে আলোচিত হবে।

কৌশলে চাপ বাড়াবে বিএনপি

স্থায়ী কমিটির এক সদস্য জানান, সরকারকে সরাসরি চাপে না ফেলে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আদায়ের কৌশলই এখন মূল লক্ষ্য। সরকারের ব্যর্থতা দেখতে চায় না বিএনপি বরং নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরি করতে চায়। এভাবে মাঠে থেকে সরকারের ওপর চাপ বাড়িয়ে নির্বাচন আদায়ের কৌশলেই এগোচ্ছে দলটি।

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিএনপির শক্তি জনগণ। জন্মলগ্ন থেকেই বিএনপি জনগণের স্বার্থে রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

তথ্য: সমকাল

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে