ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকার সঙ্গে বাণিজ্যে নরম সুর, বিশেষ সম্মেলন করতে চায় ভারত

২০২৫ এপ্রিল ১৮ ১০:৩১:১০
ঢাকার সঙ্গে বাণিজ্যে নরম সুর, বিশেষ সম্মেলন করতে চায় ভারত

ডুয়া ডেস্ক: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে উত্তেজনা এড়াতে কূটনৈতিকভাবে নমনীয় অবস্থান নিয়েছে ভারত। বাংলাদেশের কিছু সাম্প্রতিক বাণিজ্যিক সিদ্ধান্তের জবাবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাতে চাইছে না দিল্লি। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়েছিল তা বাতিল করলেও দিল্লি পাল্টা চাপ প্রয়োগে আগ্রহী নয়।

এদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে বিনিয়োগ আকর্ষণে বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চল কেবল ভৌগোলিক নয়, কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠছে।

জয়শঙ্কর আরও জানান, আসন্ন ‘উত্তর-পূর্ব বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এই অঞ্চলের সম্ভাবনা তুলে ধরেছেন। তার মতে, ভারতের ‘প্রতিবেশী প্রথম নীতি’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ‘বিমসটেক’-এর জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিল তার আওতায় বাংলাদেশ নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে পারত। তবে সম্প্রতি ভারত তা বাতিল করে। যদিও ভারত দাবি করেছে, এতে আঞ্চলিক বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সুতা আমদানিতে স্থলপথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কারণে দিল্লির অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। সে কারণেই ভারত এখন সম্পর্ক রক্ষার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, উত্তর-পূর্ব ভারতের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়া ও আসিয়ানের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া ত্রিপক্ষীয় মহাসড়ক ও কালাদান প্রকল্পের মতো উদ্যোগ এই অঞ্চলকে আরও গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে