ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

২০২৫ এপ্রিল ১৮ ১০:০২:০৫
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

ডুয়া নিউজ: গেল সপ্তাহে (১৩-১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২৪.৪১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে যার দর ছিল ২৫ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ২৪.৪১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৩ টাকা বা ২০.৪১ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজেনশ্বরের সপ্তাহের শুরুতে উদ্বোধনী দর ছিল ৬৩০ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৩০ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ১০০ টাকা বা ১৫.৮৬ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে শাহাজীবাজার পাওয়ারের ১৩.৯০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১১.৭৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৮.৭০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৭২ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৬.৮৩ শতাংশ এবং এনআরবি ব্যাংকের ৬.৩৫ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে