ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইয়েমেনের তেল বন্দরে মার্কিন হা-ম-লা, নিহ’ত ৩৮

২০২৫ এপ্রিল ১৮ ০৯:১৫:৩৮
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন হা-ম-লা, নিহ’ত ৩৮

ডুয়া ডেস্ক: ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০২ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের বরাতে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল মাসিরাহ টিভি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চালানো ওই হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হুথি বিদ্রোহীদের জ্বালানি সরবরাহের পথ বন্ধ করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, “এই হামলার মূল লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তি দুর্বল করা।”

ওয়াশিংটনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার হয়েছে। চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় ইতোমধ্যেই ১২৩ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

গত সোমবার (১৪ এপ্রিল) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ মার্কিন হামলায় আরও ২৪৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আক্রমণ সত্ত্বেও হুথি যোদ্ধারা পিছু হটতে নারাজ। তারা ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক প্রতিরোধ অব্যাহত থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে