ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক ভিসা চুক্তির খসড়া অনুমোদন

২০২৫ এপ্রিল ১৭ ২১:৫২:১২
বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক ভিসা চুক্তির খসড়া অনুমোদন

ডুয়া নিউজ: বাংলাদেশ ও আলজেরিয়া সরকারের মধ্যে কূটনৈতিক, সরকারি ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি খসড়া চুক্তি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে প্রস্তাবিত ‘গণপ্রজাতন্ত্রী আলজেরিয়ার সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মধ্যে কূটনৈতিক, সার্ভিস ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি’ শীর্ষক এই চুক্তি শীর্ষক খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে।’

বর্তমানে বিশ্বের ৩০টি দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির সুবিধা চালু করেছে। এই প্রস্তাবিত চুক্তি বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদের ভ্রমণ প্রক্রিয়া সহজতর করবে।

চুক্তিটি কার্যকর হলে, উভয় দেশের সরকারি কর্মকর্তারা ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। এতে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে