ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

টাইমের প্রভাবশালীর তালিকায় নেই কোনো ভারতীয়

২০২৫ এপ্রিল ১৭ ১৭:৩৬:২৬
টাইমের প্রভাবশালীর তালিকায় নেই কোনো ভারতীয়

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে এবারের তালিকায় কোনো ভারতীয়ের নাম না থাকাকে ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কারণ এর আগের বছরগুলোতে ভারতীয়রা ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেনই।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘২০২৪ সালের তালিকায় ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিকের কুস্তিগীর সাক্ষী মালিকের মতো ব্যক্তিত্বরা। কিন্তু এবার এতে কোনো ভারতীয়কে দেখা যায়নি।’

এ বছর বিনোদন জগতে ‘আর্টিস্টস’ বিভাগে জায়গা পেয়েছেন এড শিরান, স্কারলেট জোহানসন এবং ক্রিস্টেন উইগের মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা। ‘আইকনস’ বিভাগে স্থান পেয়েছেন ডেমি মুর, অ্যাড্রিয়ান ব্রোডি এবং হিরোইুকি সানাদা। আর ‘টাইটান’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন ব্লেক লাইভলি।

এ বছরের সংস্করণে টাইম ম্যাগাজিনের কভারে জায়গা পেয়েছেন স্নুপ ডগ, ডেমিস হাসাবিস, সেরেনা উইলিয়ামস, এড শিরান এবং ডেমি মুর।

তালিকায় আরও যেসব শিল্পী রয়েছেন তাদের মধ্যে আছেন রোজে (ব্ল্যাকপিংকের সদস্য), নিকোল শারজিঞ্জার, ড্যানিয়েল ডেডওয়াইলার, লোর্ন মাইকেলস, ক্রিস্টেন উইগ, অ্যাডাম স্কট এবং আন্তর্জাতিক তারকা ডিয়েগো লুনা, ড্যানিয়েল ডে কিম, হিরোইুকি সানাদা ও ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ।

টাইম ম্যাগাজিন যে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, সেটি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘লিডারস’, ‘আইকনস’, ‘টাইটানস’সহ আরও কিছু বিভাগ। ‘লিডারস’ বিভাগে জায়গা পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আন্তর্জাতিক নেতৃবৃন্দ।

এনডিটিভি আরও জানিয়েছে, ‘ভারতীয় কোনো নাগরিক এবারের তালিকায় স্থান না পেলেও ‘লিডার্স’ ক্যাটাগরিতে রেশমা কেওয়ালরামানি নামে এক ভারতীয় বংশোদ্ভূত নারী রয়েছেন। মুম্বাইয়ে জন্ম হলেও ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি এবং দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন। রেশমা কেওয়ালরামানি ভারটেক্স ফার্মাসিউটিক্যালসের সিইও-র দায়িত্ব পালন করছেন। ভারতীয় বংশোদ্ভূত এ মার্কিনি প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো পাবলিক ও বড় বায়োটেকনোলজি কোম্পানির সিইও হয়েছেন।’

সূত্র: এনডিটিভি, মানিকন্ট্রোল

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে