ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

উদ্ধার অভিযানে সেনাবাহিনী, চবির নিখোঁজ ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত

২০২৫ এপ্রিল ১৭ ১৫:২৭:৫০
উদ্ধার অভিযানে সেনাবাহিনী, চবির নিখোঁজ ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত

ডুয়া ডেস্ক: খাগড়াছড়িতে অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ অপহরণের ঘটনায় তাদের অবস্থান শনাক্ত করেছে সেনাবাহিনী। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অপহৃত শিক্ষার্থীরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং শিক্ষার্থী লংঙি ম্রো। এরা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে অটোরিকশা চালকের পরিচয় এখনও নিশ্চিত নয়।

জানা গেছে, বিজু উৎসব শেষে ক্যাম্পাসে ফেরার পথে গত বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে। তারা কুকিছড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন।

এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।

অপহরণের পর থেকে শিক্ষার্থীদের পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন। অপহৃত দিব্যি চাকমার মা ভারতী দেওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে মেয়েসহ অন্যদের মুক্তি চেয়েছেন। তিনি লিখেন,

"খাগড়াছড়িতে আমার মেয়ে দিব্যি চাকমা তার সহপাঠীদের সঙ্গে বিজুতে গিয়েছিল। ফেরার পথে গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। প্লিজ, কারো মায়ের বুক খালি করবেন না। যদি কোনো দোষ থাকে বিচার করুন কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা যেন কাউকে না ছুঁয়ে যায়। আমি হাতজোড় করে বলছি—ফিরিয়ে দিন আমাদের সন্তানদের। ভগবান, একটার পর একটা বিপদ কেন?"

এদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা গণমাধ্যমকে জানান, অপহৃতদের উদ্ধারে জোর তৎপরতা চলছে এবং প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। যদিও এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে