ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা

২০২৫ এপ্রিল ১৭ ১৫:০১:৩০
সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা

ডুয়া ডেস্ক: ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে ৫০ লাখ ডলার আদায়ের চেষ্টা করেছিলেন—এমন অভিযোগে আলোচিত মডেল মেঘনা আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে আদালতে হাজির হয়ে মেঘনা দাবি করেছেন, ওই কূটনীতিক তার স্বামী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মেঘনা আলম এবং তার সহযোগী দেওয়ান সমিরকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে হাজির করা হয়। ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর শুনানিতে বলেন, এই চক্র বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের হানি ট্র্যাপে ফেলে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আদায়ের ফাঁদ তৈরি করেছে। সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দাবি করার ঘটনাও এই চক্রের সর্বশেষ অপকৌশল।

শুনানিকালে বিচারক যখন মডেলকে “মেঘলা আলম” নামে সম্বোধন করেন, তখনই আপত্তি জানান তিনি। বলেন, “আমার নাম মেঘনা আলম, মেঘলা নয়।” এরপর বিচারক জানতে চান তাদের পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা। জবাবে মেঘনা বলেন, “আমাদের কোনো আইনজীবী নেই” এবং কথা বলার অনুমতি চান।

আদালতের অনুমতি পেয়ে মেঘনা বলেন, “যে কেউ কি চাইলে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আমি শুধু বলছি, তার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক—আমাদের বিয়ে হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে দিয়েছি—যা সম্পূর্ণ মিথ্যা। এসব নিয়েই আমি তাকে অনুরোধ করেছিলাম গুজব না ছড়াতে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি আর তারপরই আমাকে গ্রেপ্তার করা হয়।”

অন্যদিকে সহআসামি দেওয়ান সমির দাবি করেন, “আমাকে মেঘনার বয়ফ্রেন্ড বলা হচ্ছে, যা মিথ্যা। আমি একজন সাধারণ মানুষ এবং দীর্ঘদিন প্রবাসে ছিলাম। এসব ঘটনার কিছুই জানি না।”

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের দুজনকে মামলায় গ্রেপ্তার দেখান এবং দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ এপ্রিল রাতে বসুন্ধরার বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। এরপর ১০ এপ্রিল তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেয় আদালত। আটকের সুনির্দিষ্ট কারণ না জানানোয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে