ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারেরই দল বিএনপি বললেন স্থায়ী কমিটির সদস্য

২০২৫ এপ্রিল ১৭ ১৩:২৫:২৭
সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারেরই দল বিএনপি বললেন স্থায়ী কমিটির সদস্য

ডুয়া ডেস্ক: বিএনপি কখনোই সংস্কারের বিরোধিতা করেনি বরং দলটি নিজেই একটি সংস্কারমুখী দল — এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের এলডি হলে সকাল সাড়ে ১০টায় এ আলোচনা শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বিএনপির পক্ষ থেকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব নিরুজ্জামান খান।

আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি সংস্কারের বিরোধিতা করে না। আমরা স্পষ্ট করে বলেছি, বিএনপি একটি সংস্কারবান্ধব দল। যারা সংস্কার নিয়ে আজ কথা বলেন তারা যখন চুপ ছিলেন, তখনই বিএনপি নেত্রী খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ উপস্থাপন করেছিলেন।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। এখন আবার একটি নতুন সুযোগ এসেছে যেটি আমরা কাজে লাগাতে চাই। এই উদ্দেশ্যেই আমরা কমিশন ও সরকারকে সহযোগিতা করছি।”

নজরুল ইসলাম খান জানান, ঐকমত্য কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক সনদ না এলেও বিএনপির নিজের একটি সংস্কার কর্মপত্র রয়েছে। তার মতে, ‘সবকিছুর কেন্দ্রবিন্দু জনগণ। আর জনগণ কাকে দিয়ে তাদের মতামত জানায়, সেটা আমরা সবাই জানি।’

অধ্যাপক আলী রীয়াজ আলোচনা শুরুর সময় বলেন, “আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রণয়ন, যার মাধ্যমে দেশে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে। প্রথম ধাপে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনসহ মোট ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ রাজনৈতিক দলগুলোকে জানানো হয়। ৩৮টি রাজনৈতিক দলকে স্প্রেডশিট আকারে সুপারিশ পাঠিয়ে তাদের মতামত চাওয়া হয়। এর ভিত্তিতে কমিশন এখন বিভিন্ন দলের সঙ্গে আলাদা আলোচনায় বসছে।

সূত্রমতে, আজকের আলোচনাটি দিনব্যাপী চলতে পারে। প্রয়োজনে আগামী সপ্তাহে পুনরায় বিএনপির সঙ্গে বসবে কমিশন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে