ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ঢাবিতে জুলাইয়ে হামলায় জড়িতদের শনাক্তে কমিটি করছেন শিক্ষার্থীরা

২০২৫ এপ্রিল ১৭ ১৩:০৩:৪৭
ঢাবিতে জুলাইয়ে হামলায় জড়িতদের শনাক্তে কমিটি করছেন শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর হওয়া হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে শিক্ষার্থীরা একটি ছায়া তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। এই কমিটির লক্ষ্য হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তৈরি ও প্রকাশ করা।

আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত জানান, কমিটি হামলায় জড়িতদের নাম, পরিচয় ও ঠিকানা সংগ্রহের কাজ করবে। সম্ভাব্য তালিকায় ৫০০ জনের বেশি থাকতে পারেন বলে তিনি জানান।

এই কমিটি গঠনের বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

রেজওয়ান আহমেদ রিফাতের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, কাজ শেষ হলে সম্পূর্ণ তালিকাটি জনসমক্ষে প্রকাশ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে