ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্লাসরুমে প্রভাবশালীর আলু সংরক্ষণ, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

২০২৫ এপ্রিল ১৭ ১৩:০৩:১৪
ক্লাসরুমে প্রভাবশালীর আলু সংরক্ষণ, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

ডুয়া ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চবিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে আলু সংরক্ষণ করে রেখেছেন এক প্রভাবশালী ব্যক্তি। ফলে শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। ক্লাসরুমে বসার জায়গা না থাকায় ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয়টি গোয়ালডিহি ইউনিয়নে অবস্থিত। দেখা গেছে, বিদ্যালয় মাঠসংলগ্ন টিনশেড ভবনের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির দুটি কক্ষে মেঝে জুড়ে আলু রাখা রয়েছে। বারান্দাতেও স্তূপ করে রাখা হয়েছে বস্তাভর্তি আলু। শ্রেণিকক্ষের বেঞ্চগুলো এক পাশে ঠাসাঠাসি করে রাখা হয়েছে, যার ফলে শিক্ষাদানের পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

বিদ্যালয় সূত্র ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের ছুটির সময় তোফাজ্জল হোসেন শাহ নামে এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি স্কুলের দুটি কক্ষে তালা ঝুলিয়ে সেখানে আলু মজুত করেন। ছুটি শেষে বিদ্যালয় খোলার পরও আলুগুলো না সরানোয় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।

ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহসিন আলী বলেন, ‘স্কুল বন্ধ থাকাকালীন সময়ে তিনি শ্রেণিকক্ষে আলু রেখেছেন। তাঁকে একাধিকবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি। ফের অনুরোধ জানাব। যদি তিনি না সরান, তবে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ‘শ্রেণিকক্ষে আলু সংরক্ষণ করে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি দুঃখজনক ও শাস্তিযোগ্য কাজ। ইতোমধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে, অভিযুক্ত তোফাজ্জল হোসেন শাহ সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করে বলেন, ‘স্কুল বন্ধ থাকায় সাময়িকভাবে আলু রেখেছিলাম। দ্রুত সরানোর ব্যবস্থা করব।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে