ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

২০২৫ এপ্রিল ১৭ ১২:৪৫:৪৭
আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

ডুয়া ডেস্ক : ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে আ. লীগের এই নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র উপ- কমিশনের মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন শাহে আলম মুরাদ।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগ। এরপর থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ও মামলায় গ্রেফতার হচ্ছেন। এর মধ্যে অনেক শীর্ষস্থানীয় মন্ত্রীরাও রয়েছেন।

বাকিরা পালিয়ে দেশ ছেড়েছেন, অনেকে দেশেই আত্মগোপনে রয়েছেন। দেশে আত্মগোপনে থাকা সেই নেতারাই কদিন পর পর গ্রেফতার হচ্ছেন। এবার গ্রেফতার হলেন ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে