ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

২০২৫ এপ্রিল ১৭ ১১:৫৩:৪৬
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়, নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর একদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক হয়।

সেই বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন—স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল মাহমুদ টুকু।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে